Tuesday, February 16, 2016

কানাডার ইমিগ্রেন্ট সহজ করা হচ্ছে












জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার কানাডার ইমিগ্রেন্ট সহজ করার পদক্ষেপ নিচ্ছে। অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম জানিয়েছেন, শিগগিরই তাদের সরকার নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তন আনবেন।

বিগত করজারভেটিভ সরকার অভিবাসীদের জন্য নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া নানা বিধানের বেড়াজালে ফেলে জটিল করে রেখেছে। এছাড়া আলোচিত সিরিয়ার আয়ান পরিবারকে বিগত হারপার সরকার রিফিউজির আবেদন প্রত্যাখ্যান করেছে, সেখানে জাস্টিন সরকার এসেই পঁচিশ হাজার সিরিয়ানদের সাদর আমন্ত্রণে ইমিগ্রেশন দিচ্ছে।

২০১৪ সালে নাগরিকত্বের গ্রহণের জন্য ভাষায় দক্ষতা ক্ষেত্রে ইংরেজি বা ফরাসি বাধ্যতামূলক করা হয়েছিল, তাও বাতিলের বিধান আসছে। বিদেশি ছাত্রদের সহজে ইমিগ্রেন্ট করার জন্য পি আর কার্ডসহ নানা সুযোগ দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে।


No comments:

Post a Comment