Thursday, November 24, 2016

Hackers target ATMs across Europe



Cyber criminals have remotely attacked cash machines in more than a dozen countries across Europe this year, using malicious software that forces machines to spit out cash, according to Russian cyber security firm Group IB.

Diebold Nixdorf and NCR Corp, the world’s two largest ATM makers, said they were aware of the attacks and have been working with customers to mitigate the threat. The newly disclosed heists across Europe follow the hacking of ATMs in Taiwan and Thailand that were widely reported over the summer.

Although cyber criminals have been attacking cash machines for at least five years, the early campaigns mostly involved small numbers of ATMs because hackers needed to have physical access to cash out machines.

The recent heists in Europe and Asia were run from central, remote command centers, enabling criminals to target large numbers of machines in “smash and grab” operations that seek to drain large amounts of cash before banks uncover the hacks.

“They are taking this to the next level in being able to attack a large number of machines at once,” said Nicholas Billett, Diebold Nixdorf’s senior director of core software and ATM Security. “They know they will be caught fairly quickly, so they stage it in such a way that they can get cash from as many ATMs as they can before they get shut down.”

Group IB declined to name banks that were “jackpotted,” a term used to describe forcing ATMs to spit out cash, but said the victims were located in Armenia, Belarus, Bulgaria, Estonia, Georgia, Kyrgyzstan, Moldova, the Netherlands, Poland, Romania, Russia, Spain, Britain and Malaysia.

Indeed, Dmitry Volkov, head of threat intelligence with Group IB, told Reuters he expects more heists on ATMs.

MORE HEISTS EXPECTED
Hackers have moved from stealing payment card numbers and online banking credentials to more lucrative hacks on bank networks, giving them access not only to ATM machines, but also to electronic payment networks.

A February attack on servers at Bangladesh’s central bank that controlled access to the SWIFT messaging system yielded more than $81 million in one of the biggest digital heists on record. Russian banks lost over $28 million in a series of wire-fraud cases that were identified earlier this year.

“What we are seeing demonstrated is the new model of organized crime,” said Shane Shook, an independent security consultant who helps banks and governments investigate cyber attacks and reviewed Group IB’s findings.

Diebold Nixdorf and NCR both said they had provided banks with information on how to thwart the new types of attacks.

“We have been working actively with customers, including those who have been impacted, as well as developing proactive security solutions and strategies to help prevent and minimize the impact of these attacks,” said Owen Wild, NCR’s global marketing director for enterprise fraud and security.

Disclosure of the campaign follows two ATM hacks in July: $2.5 million was stolen from Taiwan’s First Bank and $350,000 from Thailand’s state-run Government Savings Bank.

Hackers remotely infected ATMs at both banks, forcing them to spit out cash that was collected by teams of “money mules,” who authorities say traveled to Asia from Eastern Europe.

ONE CRIMINAL GROUP?
The U.S. Federal Bureau of Investigation earlier this month sent a private alert to American banks, warning them to be on the lookout for attacks on ATMs following the heists in Taiwan and Thailand, the Wall Street Journal reported on Monday.
An FBI spokesman declined to comment on the attacks in Europe.

Group IB released a report describing its findings late on Monday, saying it believed the attacks across Europe were conducted by a single criminal group which it dubbed Cobalt.

It named them after a security-testing tool known as Cobalt Strike, which the perpetrators used in the heists to help them move from computers in the bank network that were infected with tainted emails to specialized servers that control ATMs.

Group IB believes that Cobalt is linked to a well-known cyber crime gang dubbed Buhtrap, which stole 1.8 billion rubles ($28 million) from Russian banks from August 2015 to January 2016, because the two groups use similar tools and techniques.

Buhtrap stole money through fraudulent wire transfers, not ATM jackpotting.

The ATM Security Association declined to comment on Group IB’s findings.

Members of the group, which works to improve ATM security, include ATM maker Diebold Nixdorf as well as banks ABN Amro, Bank of America Corp, Royal Bank of Scotland Group and Wells Fargo & Co..

This is what Khadija said of state of her health.

'I am fine, thank you everyone.'
This is what Khadija said of state of her health. She was smiling, despite the wounds on her body left by the brutal machete attack on her last month.
This correspondent talked to Khadija at Square Hospital on Wednesday. Her smile didn’t falter for a moment during the conversation.
She said she wants to return home.
On 3 October, Khadija, a second-year undergraduate student at Sylhet Government Women’s College, was reportedly stabbed by Badrul Alam, leader of the Shahjalal University of Science and Technology (SUST) unit of Bangladesh Chhatra League (BCL), while on her way home after an exam.
Khadija was first taken to Sylhet Osmani Medical College Hospital from where she was shifted to Square Hospital in Dhaka.
A video of the attack went viral on social networking sites and sparked public outrage in Bangladesh and around the world.
Khadija was from a conservative family in Ausha village of Jalalabad, Sylhet. Some members of her family had discouraged her from higher studies, but she was determined to get a degree and become a banker. His brother Shahin Ahmed firmly supported her. Khadija eventually enrolled in Sylhet Government Women’s College.
"I will continue my studies after I return home. The teachers of Shahjalal University of Science and Technology visited me and said they would get me admitted. I will study English or Economics," said Khadija.
On 4 October, Square Hospital's neurosurgeon Rezaul Sattar told Prothom Alo that Khadija had little chance of survival.
On Wednesday, he said to Prothom Alo, "She has recovered and we hope to release her in a couple of days."
Khadija went through two surgeries on her brain and surgeries on her leg and hands. She still cannot move her left leg and left hand properly.
Her doctors hope she will recover fully.
She will be taken to CRP (Centre for Rehabilitation of the Paralysed) on 24 or 25 November.
She will be all set to return home after receiving treatment there.
Khadija's mother Monwara Begum said her daughter can eat normally now.
Her father Mashuk Mia said Khadija could barely remember the incident.

Executive Officer/ Senior Executive Officer (Corporate Credit and Foreign Trade)


Prime Bank Limited

Job Context
  • The Bank is now looking for experienced candidate for the above position of its Audit & Inspection Department
  • Job Location: Based in Dhaka with frequent field visits all over Bangladesh
Job Description / Responsibility
  • Conduct regular/surprise/special audit and inspection of the Branches/ Divisions/ Departments/ Units/ Subsidiaries as per Annual Audit Plan and time to time directives of the Competent Authority.
  • To examine records and transactions on sampling/rigorous (where necessary) basis and evaluate those in regards to compliance of instructions of regulatory bodies and Bank's own policies/ guidelines.
  • To perform any other jobs assigned by the Chief Auditor.
Job Nature
Full-time
Educational Requirements
    MBA/ MBM/ Masters in Accounting/ Management/ Marketing/ Finance & Banking/ Economics from any reputed University. CA/CMA (Partly qualified/ Intermediate) will be given preferences.
Experience Requirements
  • At least 6 year(s)
Job Requirements
  • Age At most 38 year(s)
  • Minimum 6 years experience in banking environment. Candidates must have minimum 3/4 years experience in Corporate Credit/ Foreign Trade Operation of a bank. Candidates who have experience in Audit & Inspection Division! Risk Management Division! Corporate Division of any reputed financial institution will get preference.
  • Sound knowledge and ability to assess & analyze various audit samples and assessment of risk grading/ factors in credit proposals.
  • Well versed on Export! Import! Foreign Remittance operation of Bank
  • Able to work under pressure and have ability & mindset to carry out assignments on audit or investigation work.
  • CDCS will be considered as an added advantage.
  • Ability to work independently.
  • Knowledge of auditing processes and procedures.
  • Knowledge in documentation.
  • Good communication skills.
  • Sound IT Skill in Microsoft Office (Specially MS Word, MS Excel, MS PowerPoint). Experience in any Core Banking Software will be given preference.
  • Must be comfortable in both self-managed and team driven tasks.
  • Should be Pro-active and having self motivated mindset.
Job Location
Dhaka
Salary Range
    As per Bank`s policy
Other Benefits
    As per Bank's policy
Job Source
Bdjobs.com Online Job Posting
Job Summary
Apply Instruction
Interested and eligible candidate can apply for only one position of the following link: http://career.primebank.com.bd/career/joblist.html
. N.B: Only shortlisted candidates will be called for recruitment assessment. Any kind of persuasion in the recruitment process will lead to disqualification of candidature. The Bank reserves the right to accept or reject any or all of the applications without assigning any reason whatsoever.
Application Deadline : Nov 30, 2016
Company Information
Prime Bank Limited Business : Prime Bank Limited is one of the leading private commercial banks in the country and the proud recipient of numerous awards from ICAB, ICMAB and SAFA for its published accounts & reports, operational excellence and transparency in consecutive years.

Sunday, March 13, 2016

আকর্ষণীয় বেতনে বিভিন্ন পদে পূবালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: জেনারেল ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ, ২০১৬
details : Advertisement-AGM-DGM-or GM-Card Divisi

ফেসিয়াল করার সঠিক নিয়ম

সারা বছরই আমাদের ত্বকের যত্ন নিতে হয়। কিন্তু গরমের সময়টায় ত্বকের যত্ন নেয়াটা হয়ে যায় বাধ্যতামূলক। এই সময়ে ময়শ্চারাইজ়ারও মাখা যায় না। তাই গরমকালে ত্বকের আদ্রতা ধরে রাখতে বাড়তি যত্ন নিতেই হবে।
আমরা মনে করি ত্বকের পরিচর্যার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন। আসলে কিন্তু তা নয়। আমরা রান্নাঘর বা ফ্রিজ থেকেই পেতে পারি প্রয়োজনীয় উপকরণ যা দিয়ে ধরে রাখতে পারি প্রতিদিনের সুন্দর ত্বক।
ঘরোয়া জিনিস ব্যবহার করে কীভাবে ফেসিয়াল করব, আর কোন ত্বকে কোন ফেসিয়াল ভাল হবে সেটা আগে জেনে নিই ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক রূপবিশেষজ্ঞ ফারনাজ আলমের কাছে।
চট জলদি রূপচর্চার বেশ কিছু উপায় বাতলে দিলেন ফারনাজ। এখন যে কোনোটি ট্রাই করুন:
ফেসিয়ালের ধাপগুলো এভাবে অনুসরণ করুন,
ফেসিয়াল করার নিয়ম
ক্লিঞ্জিং
প্রথমে ক্লিঞ্জিং দিয়ে মুখ ধোয়ার পূর্বে প্রথমে গরম ভাপ নিয়ে নিন। এটি আপনার মুখের লোমকুপগুলো খুলে দিতে সাহায্য করবে। ভাপ নেয়া হয়ে গেলে ক্লিঞ্জার দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে। দুধে তুলা ভিজিয়ে ত্বক পরিস্কার করে নিতে পারেন।
ক্রিম ম্যাসাজ
ফেসিয়াল ক্রিম দিয়ে ১০ মিনিট ত্বকে হালকা হাতে ম্যাসাজ করে নিন।
স্ক্র্যাবিং
এবার স্ক্র্যাব দিয়ে মুখ আলতো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। তারপর উষ্ণ তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য চালের গুঁড়া, সুজি অথবা চিনি হতে পারে সবচেয়ে ভালো স্ক্র্যাব।
টোনিং
সমপরিমাণ ভিনেগার ও গোলাপ জল মিশিয়ে তৈরি করতে পারেন টোনার। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে খুবই উপযোগী। তুলা দিয়ে টোনার মুখে লাগান কিন্তু ভুলেও ঘষবেন না। চোখের কাছে লাগাবেন না।
এই পর্যায়ে ফেসিয়াল যে কোনো একটি মাস্ক প্রস্তুত করুন।
একটা শসা কুড়িয়ে, সেটা থেকে রসটা বের করে এক চামচ চিনি ভাল করে মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ত্বকে মেখে দশ মিনিট রেখে ধুয়ে নিন। শসার রস ত্বককে হাইড্রেট করে, ফলে ত্বক অনেক মসৃণ ও উজ্জ্বল হয়।
দু’চামচ মসুর ডাল সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে মসুর ডাল বেটে তার মধ্যে অল্প দুধ ও আমণ্ড তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এই প্যাকটা মুখে মেখে দশ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিন।
শসার রস, এক কাপ ওটমিল ও এক টেবিল চামচ দই একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটা পুরো মুখে মেখে তিরিশ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন।
একটা ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মিশ্রণটা ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।
আজকাল সারা বছর টমেটো পাওয়া যায়। একটি টমেটো ভাল করে চটকে নিন। সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের দাগগুলো সব মিলিয়ে যাবে।
ফুটন্ত গরম পানিতে ১ চামচ গ্রিন টি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ১টি বাটিতে ২ চামচ মুলতানি মাটি নিন। তাতে ২-৩ চামচ গ্রিন টি ভেজানো পানি মেশান। অ্যালোভেরার আবরণ সরিয়ে রস বের করে নিন। এবার মুলতানি মাটি ও গ্রিন টির মিশ্রণে মিলিয়ে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
বাহ! দেখুন তো আয়নায়, স্টোরিটা পড়েই কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছেন, এবার ঝটপট শুরু করুন।
ট্যাগস – ফেসিয়াল, ফেসিয়াল ক্রিম, ফেসিয়াল করার নিয়ম, ফেসিয়াল মাস্ক, ফেসিয়াল স্ক্রাব, ফেসিয়ালের নিয়ম, ফেসিয়াল টিপস, ফেসিয়াল করার উপায়, ফেসিয়াল কি, ফেসিয়াল প্যাক, ফেসিয়াল করা, গোল্ড ফেসিয়াল, ছেলেদের ফেসিয়াল, হারবাল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ঘরোয়া ফেসিয়াল, পার্ল ফেসিয়াল, চকলেট ফেসিয়াল, অরেঞ্জ ফেসিয়াল, হোয়াইটেনিং ফেসিয়াল

মেছতা কি? এর কারণ,উপসর্গ,প্রতিকার ও প্রতিরোধ

ত্বকের যে সমস্ত সমস্যা বেশি দেখা যায় তার মাঝে অন্যতম হলো মেছতা। এর জন্য মেয়েরা খুব দুঃশ্চিন্তাগ্রস্থ থাকে। এটি ছেলে মেয়ে উভয়েরই হতে পারে। তবে তুলনামূলকভাবে মেয়েদের বেশি হয়। সাধারণত ২০ থেকে ৫০ বছর বয়সী মেয়েদের হয়ে থাকে। আজকে চলুন মেছতা নিয়ে বিস্তারিত জানা যাক।
মেছতা কি ?
আমাদের ত্বকের নীচে মেলানিন নামক এক ধরণের রঞ্জক পদার্থ থাকে। কোন কারণে ত্বকের বিশেষ জায়গায় এটির কার্যক্ষমতা বেশি হলে ত্বকের সেই অংশটি পার্শ্ববতী অংশের চেয়ে বেশি গাঢ় হয়ে যায়। ফলে ওই অংশটি কালো বা বাদামী থেকে হালকা বাদামী দেখায়। একে মেছতা বলে। এটি কোন এলার্জী না। ক্যান্সার করেনা বা খারাপ কিছুই করেনা। শুধুমাত্র এইটার একটাই ক্ষতি করে আর তা হলো সৌন্দর্যহানি।
মেছতার উপসর্গ কি ?
মেছতা শরীরের যে কোন জায়গায় হতে পারে তবে সাধারণত যেসকল জায়গায় সূর্যের আলো বেশি পড়ে সেই জায়গায় বেশি হয়। মেছতার উপসর্গ একটাই ,তা হলো কালো বা বাদামী রঙের ছোপ বিশেষ করে ,
০১. গালে
০২. নাকের উপরে
০৩. থুতনিতে
০৪. উপরের ঠোঁটের উপরের অংশে
০৫. গলায়
০৬. ঘাড়ে
০৭. এমনকি হাতেও হতে পারে ।
মেছতার কারণ কি ?
০১. প্রোটেকশন ছাড়া অতিরিক্ত সূর্যের আলোতে গেলে এটি হয়। সূর্যের আলোই এটির প্রধান কারণ হিসেবে ধরা হয়।
০২. হরমোনের তারতম্য ঘটলে, যেমন গর্ভাবস্থায় এটি হয়ে থাকে।
০৩. হরমোন ওষুধ ব্যবহারে বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে।
০৪. জন্মনিয়ন্ত্রণ পিল খেলে।
০৫. থাইরয়েড হরমোনের তারতম্য ঘটলে।
০৬. বংশগত কারণে হতে পারে।
০৭. ত্বক নিয়মিত ভাল ভাবে পরিষ্কার না করলে।
মেছতার প্রতিকার কি ?
মেছতা পুরাপুরি প্রতিকার করা সম্ভর হয়না। তবে অবস্থার উন্নতি করা যায়। তাই মেছতা হলে প্রথমেই একজন ভাল ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে। সাধারণত চিকিত্‍সকেরা উডস ল্যাম্পের সাহায্যে মেছতা নির্ণয় করে থাকেন। এরপর মেছতার জন্য তারা বিভিন্ন ওষুধের ক্রীম বা জেল দিয়ে থাকেন। যেমন ০১) hydroquinone : এটি টাইরোসিনেজ নামক এনজাইমকে বাঁধা দেয়, যা মেলানিন তৈরী করে। ফলে ত্বকের যে জায়গায় মেছতা হয়েছে, সেই জায়গাটি সাদা করতে সাহায্য করে। তাই এটি ডাক্তারদের প্রথম পছন্দ।
০২) tretinoin & corticosteroids : এটি ডাক্তারদের ২য় পছন্দের ওষুধ। মাঝে মাঝে একটি মেডিসিন ৩টি ড্রাগস নিয়ে তৈরী হয়। একে ট্রিপল ক্রীম বলে। এই ট্রিপল ক্রীমে hydroquinone, tretinoin & corticosteroid থাকে।
০৩) azelaic acid or retinoid : যদিও এটি ব্রণের চিকিত্‍সায় ব্যবহৃত হয়, তারপরও এটি মাঝে মাঝে মেছতার জন্যও ডাক্তাররা দিয়ে থাকেন। মনে রাখবেন, এগুলো কিন্তু ক্রীম বা জেল হিসেবে মুখে মাখতে হয়। খাওয়ার জন্য নয়। যদি এই ওষুধগুলো দেয়ার পর নিম্নোক্ত উপসর্গগুলো দেখা দেয় তবে ডাক্তারকে দেখাবেন।
– ত্বকে ইরিটেশন হলে বা চুলকালে
– ত্বক কালো হয়ে গেলে ও
– অন্যান্য সমস্যা হলে
এছাড়া যে সকল কারণে মেছতা হয়েছে তা পরিহার করা উচিত্‍। সুগন্ধী কসমেটিক ও পিল ব্যবহার করা ছেড়ে দিতে হবে। সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করতে হবে। গর্ভাবস্থায় যে মেছতা হয় তা অনেকসময় বাচ্চা হয়ে যাওয়ার পর আপনাআপনি সেরে যায়। এছাড়াও মেছতার জন্য কিছু টাইপের লেজার ও ক্রায়োসার্জারি ট্রিটমেন্ট-ও আছে।
মেছতার জন্য কোন ফেসিয়াল ভাল ?
মেছতার জন্য পিল ফেসিয়াল ও এলোভেরা ফেসিয়াল ভাল।
মেছতা হলে ঘরে বসে কি কি ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারি ?
০১. ডিম ও লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার।
০২. এলোভেরা, শশা ও মধু একত্রে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
০৩. লেবুর রস ও সমপরিমাণ পানি মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
০৪. এলোভেরা জেল রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে মেখে সারারাত রেখে পরদিন সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর সাথে ভিটামিন ই ও মেশাতে পারেন। এছাড়া এলোভেরা জেলের তৈরী শরবত খেলেও বেশ উপকার পাবেন।
০৫. আপেল সিডর ভিনেগার ও সমপরিমাণ পানি মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
০৬. পেঁয়াজের রস ও আপেল সিডর ভিনেগার মিশিয়ে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
০৭. ৫ চামচ হলুদের গুঁড়োর সাথে ১০ চামচ হালকা গরম দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
প্রতিরোধের উপায় কি ?
বলা হয়ে থাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই মেছতা হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যাতে মেছতা না হয়।
০১. সানস্ক্রীন ছাড়া একদমই রোদে বের হবেন না। সানস্ক্রীন যাতে ব্রড প্রটেকশনযুক্ত হয়। (যা এর প্রতি ব্লক তৈরী করে) এবং তা যেন ,
.SPF 30
.zincoxide
.titanium oxide সমৃদ্ধ হয়, যা ফিজিক্যালি ব্লক তৈরী করে।
বাইরে যাওয়ার কমপক্ষে ২০ মিনিট আগে লাগাতে হবে এবং পরে প্রতি ২ ঘন্টা পর পর আবার লাগাতে হবে। মেছতা হবার পরও এই নিয়মে চলতে হবে।
০২. ছাতা ও স্কার্ফ বা ওড়না বা হ্যাট ব্যবহার করুন। কেননা কোন সানস্ক্রীনই ১০০ ভাগ প্রোটেকশন দিতে পারেনা। তাই সানস্ক্রীন লাগানোর পরেও এগুলো
ব্যবহার করুন।
০৩. সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পারতপক্ষে কোন জরুরী কাজ না থাকলে বাইরে বের হবার চেষ্টা করবেন না। বের হলেও প্রপার প্রোটেকশন নিয়ে বের হবেন।
০৪. ত্বক নিয়মিত পরিষ্কার করবেন ও যত্ন নিবেন।
০৫. জন্মনিয়ন্ত্রণ পিল পারতপক্ষে না খাওয়ার চেষ্টা করবেন।
০৬. বেশি চিনি খাবেন না। আবার বেশি ঝাল ও খাবেন না।
০৭. বেশি করে পানি ও ফলমূল খাবেন।
মেছতা ঢাকার উপায় কি ?
হোয়াইট বা ইয়োলো আন্ডারটোনের মেকআপ ব্যবহার করে মেছতা ঢাকা যায় ।

ব্যাংকে চাকরি পেতে হলে যে কাজগুলো অবশ্যই করতে হবে

মনের মত একটা চাকরি পাওয়া অনেক কঠিন কাজ। আর সেটা যদি হয় ব্যাংকের চাকরি, কাজটা যেন তখন আরও কঠিন হয়ে যায়। আজকাল তরুণদের স্বপ্নের তালিকায় প্রথমদিকেই থাকে ব্যাংকে চাকরি। কিন্তু পর্যাপ্ত এবং নিয়মমাফিক প্রস্তুতির অভাবে অনেকের কাছেই এই স্বপ্ন থেকে যায় অধরা। যারা ব্যাংকে চাকরি করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ অফিসার তৌফিক ইনাম।

ইংরেজি এবং অংকের উপর জোর দিতে হবে:

তৌফিক ইনাম ব্যাংকের প্রস্তুতি বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই প্রিয়.কমকে বলেন, “ইংরেজি এবং অংক হচ্ছে অনেকটা প্যারাসিটামলের মত। এর গুরুত্ব সবচাইতে বেশি। যারা ইংরেজি এবং অংকে ভালো তারা খুব দ্রুত ব্যাংকের চাকরি পেতে পারে। আবার ভাইভা বোর্ডে, গ্রুপ ডিসকাসনে বা প্রেজেন্টেশনেও সবকিছু সুন্দরভাবে ইংরেজিতে উপস্থাপন করতে হয়। তাই যারা ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন তারা এই দুটি বিষয় মনযোগ দিয়ে চর্চা করুন।”

সাম্প্রতিক তথ্যে স্বয়ংসম্পন্ন হতে হবে:

তৌফিক ইনাম বলেন, “ব্যাংকে চাকরি প্রার্থীদের অবশ্যই সাম্প্রতিক প্রশ্নে স্বয়ংসম্পন্ন হতে হবে। সে লক্ষ্যে প্রতিদিন রাতে একবার সংবাদ দেখা উচিত এবং নিয়মিত সংবাদপত্র পড়া উচিত। গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা খাতায় লিখে রাখতে হবে। এই খাতাটা পরীক্ষার আগে পড়লে ভালো ফল দিবে। এছাড়া প্রতি মাসের সাম্প্রতিক তথ্য বিষয়ক যে কোন একটা বইও নিয়মিত পড়া উচিত।”

বিগত সালে বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করতে হবে:

তৌফিক ইনাম আরও যুক্ত করেন, “বিগত সালে ব্যাংক পরিক্ষায় আসা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করতে হবে। আর এটা করতে পারলে ব্যাংকের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে। কোন ব্যাংকের প্রশ্ন করে আইবিএ, কোনটা করে বিআইবিএম, কোনটা করে ঢাবির বিজনেস ফ্যাকাল্টি। তাই প্রশ্ন পদ্ধতি বোঝার জন্য এবং প্রস্তুতিকে পরিপূর্ণ করার পুরনো প্রশ্নগুলো চর্চার কোন বিকল্প নেই।”

কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের চর্চা করতে হবে নিয়মিত:

কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান প্রসঙ্গে তৌফিক ইনাম বলেন, “প্রথমেই বলেছি অংক এবং ইংরেজির কথা। তবে ব্যাংকের পরিক্ষায় কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের চর্চাও বেশ গুরুত্ব সহকারেই করতে হবে। এসব বিষয়ের জন্য বাজারের প্রচলিত যে কোন একটা ভালো বই অনুশীলন করলেই চলবে। আর হাতে কলমে কম্পিউটার ব্যবহার, বুদ্ধিভিত্তিক চর্চা বেশ ভালো ফল দিতে পারে।”

ভাইভার জন্যও রাখতে হবে প্রস্তুতি:

অনেকেই মনে করেন আগে লিখিত এবং অন্যান্য পরীক্ষায় উত্তীর্ন হই, তারপর ভাইভার প্রস্তুতি নেব। কিন্তু এটি সম্পূর্ন ভুল চিন্তাধারা। লিখিত পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে ভাইভার প্রস্তুতিও রাখতে হবে। তৌফিক ইনাম এ প্রসঙ্গে বলেন, “আপনি যে বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর করেছেন সে বিষয়ে ভাইভা বোর্ডে অবশ্যই প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হতে পারে আপনার জেলাকে নিয়ে। এছাড়া ব্যাংক বিষয়েও বিভিন্ন প্রশ্ন করা হয়। তাই ভাইভার জন্য সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে বেশ ভালো ধারণা রাখতে হবে। ”

প্রস্তুতিকে ভালবাসতে হবে, দিতে হবে পর্যাপ্ত সময়:

তৌফিক ইনাম সবশেষে বলেন, “ব্যাংকের চাকরির প্রস্তুতিকে ভালবাসতে হবে। কারণ মানুষ কোন বিষয় ভালোবেসে বা মন থেকে করলে ইতিবাচক ফল আসবেই। প্রস্তুতি নিয়ে কোন হেলাফেলা চলবে না। প্রতিদিন রুটিন মেনে প্রয়োজনীয় বিষয়গুলো অনুশীলন করতে হবে। তাহলেই আসবে কাঙ্ক্ষিত ফল, পূরণ হবে ব্যাংকার হওয়ার স্বপ্ন।”
পরামর্শ দিয়েছেন
তৌফিক ইনাম,
এক্সিকিউটিভ অফিসার,
কর্পোরেট অফিস
ব্যাংক এশিয়া।
তথ্যসূত্রঃ প্রিয় ডট কম